Description
মেয়েদের চোরাগোপ্তা স্ল্যাং : শরীর এবং অন্যান্য আলাপ- তৃপ্তি সান্ত্রা নারীর গৃহলক্ষ্মী প্রচ্ছদের সঙ্গে স্ল্যাং যায় না একেবারেই। মান্য জগতের মেয়েরা স্ল্যাং বলেন না। ওগুলো ছোটলোকের ভাষা। কিন্তু জীবনের অভিজ্ঞতার সঙ্গে এ তথ্য একেবারে মেলেনা। প্রতিদিনের বঞ্চনা, অবদমন, রাগ, আনন্দের প্রকাশে সাধারণ ঘরের ঠাকুমা, দিদিমা, বউদিদেরও মুখখোলা। কিন্তু মজা হল এটা কেউ স্বীকার করবে না। যদিও এখন সময় পাল্টেছে, মেয়েদের দীর্ঘ অবদমন কালের পরবর্তী সময় স্যোশাল মিডিয়ার হাওয়ায় অনেক খোলামেলা কিন্তু তা স্বত্বেও আজকের ভারতবর্ষের রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় আবহে মেয়েদের খোলামেলা চিন্তা ভাবনা, স্ল্যাং নিয়ে বই প্রকাশ নিয়ে দোলাচল, সংশয় কাটেনি। তবু লেখকের নাছোড় উৎসাহে প্রকাশিত হল এই মুক্ত গদ্যের সংকলন ‘মেয়েদের চোরাগোপ্তা স্ল্যাং: শরীর এবং অন্যান্য আলাপ’। সেই সঙ্গে আছে নবনীতা দেবসেন, দেবারতি মিত্র, জয়া মিত্র, রুশতী সেন, স্বাতী ভট্টাচার্য প্রমুখের বিষয়ভিত্তিক সাক্ষাৎকার।