Description
বৃত্তের কেন্দ্রে থাকেন কিংবদন্তী, মধ্যমণি রূপে। কিন্তু সেই বৃত্তের পরিধিতে দাঁড়িয়ে দীর্ঘকাল ধরে তাঁকে পর্যবেক্ষণের সুযোগ অতি দুর্লভ ও দুরূহ। বিশেষত সেই ব্যাক্তিত্বের নাম যদি হয় প্রণব মুখোপাধ্যায়। নিশ্চিতভাবে এই গ্রন্থে অসাধ্য সাধনই করেছেন সুমন চট্টোপাধ্যায়। তাঁর দৃষ্টি সাংবাদিকের, কলম বৈঠকি গদ্যের আর মনের মধ্যে ইতিহাসের প্রেক্ষিত। এমনই ত্রিমুখী স্রোতোধারা থেকে উৎসারিত হয়েছে ‘প্রথম নাগরিক’।একদিকে ব্যাতিক্রমী এক ব্যাক্তিত্বের নিবিড় ছবি। পাশাপাশি ভারতীয় রাজনীতির বিবর্তনের ধারাটিও ধরা আছে এই বইটির দু মলাটে। বিদগ্ধজন থেকে আমজনতা, সবার জন্য ভাবনা জোগানো এই বইটি সময় ও সমকালকে বুঝতে সাহায্য করবে।