Description
যখন রাতারাতি বিখ্যাত হয়ে গেলাম, তখন একেরপর এক পরিস্থিতির মধ্যে আমাকে টেনে এনে আমার ভাগ্যবিধাতা আমাকে আরও কঠিনতম যন্ত্রণায় জড়িয়ে ফেললেন।বাধ্য হয়ে এই গানকেই জীবিকা হিসেবে গ্রহণ করতে হল। গত প্রায় পঞ্চাশ বছর ধরে অর্থের বিনিময়ে গান বিক্রি করে যেতে বাধ্য হলাম…’ একলা সুচিত্রার অপ্রকাশিত ডায়েরির পাতা থেকে বেরিয়ে এল এমন বহু অজানা কথা। তাঁর এই জীবন চর্চার মায়া পাঠকের অন্তরগহনে ঘা দেবে। কাঁদাবে। একলা কথা বলাবে।