বাঙালির নৃত্যশিল্পের প্রতি আকর্ষণ ও চর্চা যথেষ্ট শক্তিশালী। ‘নৃত্য অন্তরে-বাহিরে’ গ্রন্থের আত্মপ্রকাশ বর্তমান সময়ের নৃত্যশিল্পের বহু বর্ণময় চালচিত্রকে পাঠকের মনে ফুটিয়ে তুলতে সাহায্য করবে। গভীর বিশ্লেষণে না গিয়ে বা ইতিহাস গ্রন্থ না হয়েও একজন শিল্পীর আস্বাদিত অনুভবের গ্রন্থবদ্ধ রূপ একটি স্বতন্ত্র প্রকাশনার পরিচায়ক।
বাংলার লৌকিক বৈষ্ণবীয়তা, সহজিয়া বৈষ্ণব আর জাত বৈষ্ণবদের নিয়ে প্রথম নাটকীয় আখ্যান, যাদু বাস্তবতার স্পর্শে অভিনব। সেই সঙ্গে এই বইতে আছে লালন সমকালীন কুবির গোঁসাই সম্পর্কে অজানা বৃত্তান্ত। কুবিরের আশ্চর্য সব গানে প্রতিফলিত গ্রামসমাজ, হিন্দু মুসলিম সমন্বয় ভাবনা আর জীবনরসের লীলা বাঙালি পাঠকের পক্ষে একেবারে নতুন। এই বইটির তিনটি স্বতন্ত্র আখ্যানে ধরা আছে বৈষ্ণব -যাপনের তিনটি সাধনা স্তর, যার কোন আদি কল্প নেই।