Description
দাড়ির গালগল্প কিংবা ইতিহাস চর্চা! সেও কিনা মেয়েলি বয়ানে! নতুন প্রজন্ম যখন দাড়ির ফ্যাশনে মাত, তখন দাড়ি নিয়ে পুরুষের এই আবেগকে এক ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করা হলে ক্ষতি কি! আসলে এই বই তৈরির পেছনে রয়েছে দাড়ির ফ্যাশন-সংক্রান্ত বিবর্তনের ইতিহাস জানার কৌতূহল৷ ইতিহাস বলছে, এই শৌখিনতা মোটেই অর্বাচীন নয়৷ অন্তত সাড়ে চার হাজার বছরের একটা ঐতিহ্য রয়েছে এই শখের৷ হিসেবের শুরু সিন্ধু সভ্যতা থেকে৷ ফারাওদের আমলেও বলতে পারি৷ অথবা অ্যাসিরীয় সভ্যতা৷ মহেঞ্জাদারোর দাড়িয়াল পুরোহিতের পরিপাটি দাড়ি দেখলেই বোঝা যায়, তাঁর পূর্বজদেরও এই শখ ছিল পুরোমাত্রায়৷ ফারাও কিংবা অ্যাসিরীয় রাজপুরুষদের দাড়ি নিয়ে শৌখিনতার গল্প তো প্রায় মিথ৷ সেই সময় থেকে ক্রমে আলেকজাণ্ডার-বাবর-আকবর-শাজাহানের বুড়ি ছুঁয়ে সিপাহি বিদ্রোহ, সেখান থেকে বাঙালির প্রথম ফ্যাশন আইকন দেবেন্দ্রনাথের দাড়ি, এই নিয়ে রাজনীতি— এসব নিয়েই এই বই৷