Description
অর্থনীতি সমাজবিজ্ঞানের অন্তর্গত এক বিদ্যাক্ষেত্র। কিন্তু প্রাতিষ্ঠানিক অভ্যাসে আমরা সমাজের থেকে সরে এসে অনেকটাই ঝুঁকে পড়েছি বিজ্ঞানের দিকে, তাই বিজ্ঞানের সঙ্গে সমাজের যোগসূত্রটাও আস্তে আস্তে যেন কমে আসছে। এই বিষয়ে অশোক সেনের ভাবনা নিয়ে লেখাগুলি ছড়িয়ে ছিটিয়ে ছিল বিভিন্ন পত্রপত্রিকায়, সেগুলি সংগ্রহ করে সমাজবিজ্ঞান বিষয়ে ওঁর চিন্তাভাবনার কথা মাথায় রেখে তৈরি হয়েছে ‘ইতিহাসের তর্কে বিতর্কে’ নামে এই সংকলনটি। বইটিতে তাঁর সমাজভাবনার পরিচয় থেকেই আন্দাজ করা যাবে সংস্কৃতি বিষয়ে তাঁর দৃষ্টিভঙ্গিও। অশোক সেনের অগ্রন্থিত প্রবন্ধের যে সম্ভার বর্তমানে আমাদের হাতে রয়েছে তা তিনটি খন্ডে বিন্যস্ত করে প্রকাশ করা হবে। আপাতত প্রথম খন্ড প্রকাশিত হল। এই খন্ডে আছে ন’টি প্রবন্ধ। দু’টি রবীন্দ্রনাথ বিষয়ে এবং বাকি সাতটি বিষ্ণু দে’র কবিতা ও কাব্যভুবন নিয়ে। লেখাগুলির প্রথম প্রকাশের তথ্য প্রবন্ধের শেষে পাওয়া যাবে। বইটি সম্পাদনা করেছেন সৌরীন ভট্টাচার্য।