Description
এই একুশ শতকে দাঁড়িয়েও মেয়েরা খোলাখুলি নিজেদের যৌনতা, ব্যাক্তিগত যৌন ভাবনা নিয়ে লিখতে কেন কুন্ঠা বোধ করেন? কেন একই অভিজ্ঞতা পুরুষ লিখতে পারেন নিঃসঙ্কোচে কিন্তু মেয়েরা পারেন না? হতে পারে আজও সমাজিক শিক্ষা অনুযায়ী স্ত্রী ও পুরুষের কাছে প্রত্যাশা আলাদা। হতে পারে মেয়েদের খোলামেলা লেখায় প্রতিক্রিয়া হয় অন্যরকম। কিন্তু আশপাশ, পরিবার শুধু নয় বাধা যদি আসে নিজের ভিতর থেকেই, কলমের মুখে জাল পড়িয়ে কলমকে সংযত করে রাখি যদি নিজেরাই, নিজেদের চারপাশের লক্ষণরেখা যদি মুছে না দিই সেটা হবে আত্মঘাতীর সামিল অপরাধ। আমাদের সংস্কৃতি আমাদের সাহিত্য ছোটবেলা থেকে যা শেখায় সেই স্টিরিওটাইপ ভেঙে এখনও না বেরোলে আর কবে বেরোবেন মেয়েরা?