কারিগর-এর জন্ম ২০১১ সালে। মূলত প্রবন্ধের বই দিয়ে শুরু। শুরু থেকেই ঝোঁক ছিল সিরিয়াস প্রবন্ধের বই এবং পুরনো জরুরি বই যা আজ আর পাওয়া যায় না সেই সব প্রকাশের দিকে। যাত্রা শুরু হল শিশির কুমার দাশ, অলোকরঞ্জন দাশগুপ্ত, সুধীর চক্রবর্তী, সুনীল গঙ্গোপাধ্যায় প্রমুখের প্রবন্ধের বই দিয়ে।তিন বছরের মাথায় ২০১৪ তে এলো কৃতি। শুরু হল গল্প-কবিতা-উপন্যাস প্রকাশ, বাংলা সাহিত্য নিয়ে আরও নানা ভাবনা। ন’বছরে কারিগর- কৃতির বই-এর সংখ্যা আড়াইশো ছাড়িয়েছে। লেখকদের মধ্যে আছেন আনিসুজ্জামান, অমর্ত্য সেন, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, পবিত্র সরকার, বারিদবরণ ঘোষ, মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়, শিবাজি বন্দ্যোপাধ্যায়, নবনীতা দেব সেন, সুভাষ ভট্টাচার্য, মার্টিন কেম্পশন, কেতকী কুশারি ডাইসন সহ আরও অনেক বিদগ্ধ জন। ২০১৭ থেকে বাংলা সাহিত্যের স্রষ্টাদের সম্মান জানাতে শুরু হল ‘কারিগর সাহিত্য সম্মান’, ‘বঙ্কিমচন্দ্র সাউ এবং ‘অলকা সাউ এর স্মৃতিতে । ২০১৮ য় তৈরি হল কারিগর-এর নিজস্ব সাহিত্য পত্রিকা ‘রাংচিতা’। জন্ম লগ্ন থেকেই কারিগর বিশ্বাস করে এসেছে গ্রন্থ নির্মাণ এক শিল্প। ভালো বিষয় শুধু নয় আমাদের লক্ষ্য থাকে নান্দনিক নির্মাণের দিকেও। হয়ত সেই কারণেই মাত্র এই ক’বছরে কারিগর পাঠকের ভালোবাসা পেয়েছে। এটুকু বলতে পারি আপনাদের ভালোবাসার মর্যাদা রাখতে আন্তরিক ভাবে সচেষ্ট থাকবো।
With each step, the scenery of travel evolves, revealing artifacts, hist