Karigar is an independent publishing house that has slowly, but surely, carved a niche for itself in the world of Bengali publishing. We at Karigar believe book publishing is an art. With strong content, backed by high production quality, each book presented by Karigar is unique.
দেবাশিস সাউ
কারিগর কর্ণধার। জন্ম কলকাতায় । কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েসান। শিল্প চর্চার তাগিদে এম এ পড়া ছেড়ে দেন। শিল্পের বিভিন্ন মাধ্যমে বরাবর উৎসাহ। একসময় গ্রুপ থিয়েটারে নিয়মিত অভিনয় করেছেন। ২০০১ থেকে সঙ্গী ক্যামেরা। ২০০৩ সালে পেয়েছেন ফোটোগ্রাফির উপর কমনওয়েলথ পুরষ্কার। ব্রিটেনের সংস্কৃতি মন্ত্রীর হাত থেকে সরাসরি গ্রহণ করেছেন এই সম্মান। তাঁর ছবি ২০০৪ এ ললিতকলা একাডেমী তেও গৃহীত হয়েছে। । ২০০৫ এ পেয়েছেন ইপিসিএ পুরষ্কার, ২০০৬ এ পিসিআই মুম্বাই পুরষ্কার। এরপর ২০০৬ এ লখনৌ ললিতকলা পুরষ্কার। ২৫০ টির ও বেশি ছবি বিভিন্ন সময়ে লাভ করেছে দেশ বিদেশের সমাদর। FIAP সম্মানে ভূষিত আলোকচিত্র শিল্পী দেবাশিস FIP এবং IIPC সদস্য। একইসঙ্গে তৈরি করেছেন কারিগর প্রকাশনা সংস্থাটি। কারিগর-এ পুস্তক নির্মানকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে তাঁর মেধা এবং শিল্পবোধ।
স্বপ্না সাউ
কৃতি প্রকাশনার কর্ণধার। মূলত তাঁর উৎসাহেই নির্মিত হয়েছে কারিগর প্রকাশনা। জন্ম মুম্বাইয়ে। শিল্পের বিভিন্ন মাধ্যমে তাঁর উৎসাহ বরাবর।