রেখা আর লেখা নিয়ে তাঁর দিনলিপি। রেখাকে ঘিরে মন, আর লেখার মধ্যে জীবন। জীবনকে দেখার মধ্যেই তিনি শিল্পকে খুঁজে পেয়েছেন। রামানন্দ বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রতিদিনের লেখা ও রেখা চর্চা সৃষ্টি করেছে এই অমূল্য গ্রন্থ’ চিত্রকরের রোজকথা’। শিল্পীর প্রতিক্ষণ অভ্যাসের শব্দ চলনে যেমন উঠে এসেছে রেখার রঙিন পদধ্বনি, তেমনি ভরা আছে ছোটবেলা—বড়বেলার শান্তিনিকেতনের রসস্মৃতির মায়াপট।
বাংলার লৌকিক বৈষ্ণবীয়তা, সহজিয়া বৈষ্ণব আর জাত বৈষ্ণবদের নিয়ে প্রথম নাটকীয় আখ্যান, যাদু বাস্তবতার স্পর্শে অভিনব। সেই সঙ্গে এই বইতে আছে লালন সমকালীন কুবির গোঁসাই সম্পর্কে অজানা বৃত্তান্ত। কুবিরের আশ্চর্য সব গানে প্রতিফলিত গ্রামসমাজ, হিন্দু মুসলিম সমন্বয় ভাবনা আর জীবনরসের লীলা বাঙালি পাঠকের পক্ষে একেবারে নতুন। এই বইটির তিনটি স্বতন্ত্র আখ্যানে ধরা আছে বৈষ্ণব -যাপনের তিনটি সাধনা স্তর, যার কোন আদি কল্প নেই।