রেখা আর লেখা নিয়ে তাঁর দিনলিপি। রেখাকে ঘিরে মন, আর লেখার মধ্যে জীবন। জীবনকে দেখার মধ্যেই তিনি শিল্পকে খুঁজে পেয়েছেন। রামানন্দ বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রতিদিনের লেখা ও রেখা চর্চা সৃষ্টি করেছে এই অমূল্য গ্রন্থ’ চিত্রকরের রোজকথা’। শিল্পীর প্রতিক্ষণ অভ্যাসের শব্দ চলনে যেমন উঠে এসেছে রেখার রঙিন পদধ্বনি, তেমনি ভরা আছে ছোটবেলা—বড়বেলার শান্তিনিকেতনের রসস্মৃতির মায়াপট।
বাঙালির নৃত্যশিল্পের প্রতি আকর্ষণ ও চর্চা যথেষ্ট শক্তিশালী। ‘নৃত্য অন্তরে-বাহিরে’ গ্রন্থের আত্মপ্রকাশ বর্তমান সময়ের নৃত্যশিল্পের বহু বর্ণময় চালচিত্রকে পাঠকের মনে ফুটিয়ে তুলতে সাহায্য করবে। গভীর বিশ্লেষণে না গিয়ে বা ইতিহাস গ্রন্থ না হয়েও একজন শিল্পীর আস্বাদিত অনুভবের গ্রন্থবদ্ধ রূপ একটি স্বতন্ত্র প্রকাশনার পরিচায়ক।